নিপুণের আপিল আবেদনের শুনানি কাল

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
একইসঙ্গে নিপুণের আইনজীবীকে আগামীকাল সকালের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ-টু-আপিল করতে বলেছেন আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য আসে।
সেসময় নিপুণের প্রধান আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ আদালতকে জানান যে, তারা হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছেন। এখন এর বিরুদ্ধে নিয়মিত লিভ-টু-আপিল আবেদন করবেন।
নিপুণের আরেক আইনজীবী মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আপিল বিভাগে লিভ-টু-আপিলের শুনানি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের আদেশ বলবত থাকবে।'
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে ওই পদের ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক।
স্থিতাবস্থার বিষয়ে চেম্বার বিচারক বলেন, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। সে পর্যন্ত কেউ কার্যালয়েও প্রবেশ করতে পারবেন না।'
গত সোমবার শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।
Comments