নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণে ৮ কমিটি

সারাদেশে নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হাইকোর্টের পৃথক বিচারপতিদের নেতৃত্বে ৮টি পৃথক কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২১ আগস্ট, গ্রেনেড হামলা
ফাইল ছবি

সারাদেশে নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হাইকোর্টের পৃথক বিচারপতিদের নেতৃত্বে ৮টি পৃথক কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, হাইকোর্টের একজন স্বতন্ত্র বিচারক পৃথকভাবে দেশের ৮টি বিভাগের প্রতিটি মনিটরিং কমিটির নেতৃত্ব দেবেন।

এতে বলা হয়, সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩ এর অধীনে নিন্ম আদালতের জন্য এই  মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে থাকা হাইকোর্টের বিচারপতিরা হলেন– ঢাকা বিভাগের জন্য মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগের জন্য মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগের জন্য জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগের জন্য মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগের জন্য এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগের জন্য শাহেদ নুরুদ্দিন, ময়মনসিংহ বিভাগের জন্য মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগের জন্য মো. আখতারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসের অধীনে ৮জন বিচার বিভাগীয় কর্মকর্তা মনিটরিং কমিটিগুলোকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মনিটরিং কমিটিগুলো নিন্ম আদালতের কার্যক্রমে গতি আনতে ও মামলাজট কমাতে কাজ করবে।

এরমধ্যে কমিটিতে থাকা বিচারকরা এ বিষয়ে একটি বৈঠক করেছে বলেও জানান তিনি।

এর আগে গত ২ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, সব নিন্ম আদালতের মামলাজট কমাতে, স্বচ্ছতা আনতে ও দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি দেশের ৮টি বিভাগের প্রতিটির জন্য হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করবেন।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

2h ago