নড়াইলের সেই ‘ফেসবুক পোস্টদাতা’ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজ শিক্ষার্থী আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি)) শেখ আবু হেনা মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আকাশ সাহা (২০) নামের ওই তরুণকে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।'

ওসি আরও জানান, ১৫ জুলাই রাতেই সাহাপাড়ার কচি সরদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আকাশের নামে মামলা করেন। ওই মামলায় আকাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সেদিন জুমার নামাজের পর ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা।

এ সময় তারা সাহাপাড়ায় গোবিন্দ সাহা ও দিলীপ সাহার বাড়ি, অভিযুক্ত শিক্ষার্থীর বাবার দোকানসহ ২-৩টি বাড়ি ভাঙচুর করে এবং গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি টিনের ঘর পুড়ে যায়।

এ ছাড়া, বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে সাহাপাড়া মন্দিরের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে।

সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষার্থীর বাবাকে বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয়।

সেদিন উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

6h ago