পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টার থেকে ছয় শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।
তিনি জানান, আজ বিকেলে কয়েকজন রোহিঙ্গা শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টারে টিকিট সংগ্রহ করতে গেছেন খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা সেখানে যান। পরে বিষয়টি পঞ্চগড় থানাকে জানালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন—মো. কবির (২১), তার স্ত্রী জোবাইরা (২০) ও তাদের ১০ মাস বয়সী মেয়ে সুমাইয়া। এই পরিবারটি কক্সবাজারের পেশকারপাড়া-বাজারঘাটা এলাকার বাসিন্দা। পাশাপাশি আরেকটি পরিবারের সদস্য মো. ফয়জুল ইসলাম (৩৯), তার স্ত্রী রেনু আরা বেগম (৩৩), তাদের ছেলে দ্বীন ইসলাম (১৫), নজরুল ইসলাম (৪), মেয়ে উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) ও ফয়জুল ইসলামের চাচাত ভাই আবু তাহেরকেও (২০) আটক করা হয়েছে। তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে বসবাস করতেন। তারা হানিফ পরিবহনে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে টিকিট সংগ্রহ করে অপেক্ষা করছিলেন।
ওসি আব্দুল লতিফ মিঞা জানান, তারা হানিফ পরিবহনে চট্টগ্রামে যাওয়ার জন্যে ছয় হাজার টাকায় ছয়টি টিকিট সংগ্রহ করেছিলেন। দেশের বিভিন্ন এলাকা ঘুরে পঞ্চগড়ে আসার পর তারা চট্টগ্রাম হয়ে কক্সবাজারে ফিরতেই টিকিট সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments