ফরিদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরদৈতরকাঠি গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে আকিদুল মোল্লা (৪৬) ও একই গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী (৫৬) এবং গোহাইলবাড়ী গ্রামের বাসিন্দা মৃত বজলু খালাসির ছেলে আলফাডাঙ্গায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসির (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

গত মাসে গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দুই পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে। ওই নির্বাচনে আরিফ গ্রুপকে পরাজিত করে মোস্তফা জামান সিদ্দিকী পুনরায় ওই স্কুল কমিটির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচিত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন জোহরের নামাজ শেষ করে স্থানীয় গোহাইলবাড়ী বাজারে মোস্তফা জামান সিদ্দিকীর দোকানে বসা ছিল তার সমর্থকরা। ওই সময় দুপুর ২টার দিকে আরিফ খালাসির ১০-১২জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে অবস্থানকারীদের উপর হামলা করে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এর ফলে মোট ৭ জন গুরুতর আহত হন।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকিদুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর যাওয়ার পথে  খায়রুলের মৃত্যু হলে তার স্বজনরা মরদেহটি বোয়ালমারী থানায় নিয়ে আসে। এছাড়া আহত হন সাবেক চেয়ারম্যান  আলাউদ্দিন শেখের দুই ছেলে মাছুদ আহম্মেদ (৪০) ও আলমগীর আহম্মেদ (৫০) । তাদের  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া আহত ভাড়ালিয়ার চর এলাকার মো. রাজিবুল ইসলাম (৩০), কাদের মোল্লা (৪০) ও সোহেল মোল্লাকে (২০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও  উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসির মোবাইলে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

ঘোষপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন ওরফে নবাব বলেন, 'গত প্রায় ১০ বছর ধরে মোস্তফার পরিবার ও আরিফ খালাসির পরিবারকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্কুল কমিটির নির্বাচনে মোস্তাফা জিতে যাওয়ায় এ বিরোধ তুঙ্গে ওঠে। এরই জের ধরে এ ঘটনা ঘটে।'

তিনি আরও বলেন, 'আজ মঙ্গলবার দুপুরে গোহাইলবাড়ী বাজারের মোস্তফার দোকানে এসে আরিফ খালাসির সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দোকান ও দোকানের আশেপাশের লোকদের ওপর অতর্কিতে ঝাপিয়ে পড়ে কুপিয়ে জখম করে। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।'

সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, যারা আহত বা নিহত হয়েছন তারা একই দলভুক্ত। তারা একটি দোকানে বসে ছিলেন। ওই সময় প্রতিপক্ষের ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। এর ফলে ২জন নিহত ও ৫ জন আহত হন।

তিনি বলেন, 'এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। একটি মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে, অপরটি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহ দুটির ময়না তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy in early 2025

According to the latest data from the United Nations High Commissioner for Refugees (UNHCR), 2,589 Bangladeshis landed in Italian shores in January and February this year while 1,206 went to the European country in the two months last year

1h ago