বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে ১ যুবককে হত্যা করা হয়েছে। নিহত মো. মিরাজ আলী (২৪) শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বগুড়ার অ্যাডওয়ার্ড পার্কে ৩ যুবক মিরাজকে ছুরিকাঘাত করে। ইতোমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে।
তবে এখনো ওই ৩ জনের নাম প্রকাশ করেনি পুলিশ।
ওসি বলেন, 'পুলিশ ৩ জনের খোঁজ করছে।'
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
Comments