বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম (৩২) ইসলাম পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। তার বাড়ি রংপুর সদর উপজেলার মিস্ত্রীপাড়া এলাকায়। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রামে ভাড়া থাকতেন।
আজ বৃহস্পতিবার পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খায়রুল মাদকসেবী ছিলেন এবং মাদকদ্রব্য কিনতে তিনি গতরাতে কানছগাড়ি এলাকায় গিয়েছিলেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'গতরাত সাড়ে ১০টার দিকে শহরের কানছগাড়ি এলাকায় দুর্বৃত্তরা খায়রুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
'অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে' বলে জানান তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, 'আমরা ২ জনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চালাচ্ছি। ধারণা করছি, মাদক সংক্রান্ত কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে।'
Comments