বাড্ডায় ৩ ভাইকে ছুরিকাঘাত, নিহত ১

রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামে এক দোকান কর্মচারী মারা গেছেন। তার দুই ভাই আল আমিন বাবু (১৮) ও সাহাবুদ্দিন সাবু (১৪) আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় দোকান কর্মচারী জুয়েল মিয়া (৫০) ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।
তিনি বলেন, 'উত্তর বাড্ডা সাতারকুল রোডে একই মালিকের পাশাপাশি দুটি দোকানে কাজ করতেন সাইফুল ইসলাম ও জুয়েল মিয়া। দোকান দুটির পেছনে খালি জায়গা আছে। সেখানে দুই দোকানেরই মালামাল রাখা হয়। ওই খালি জায়গায় ময়লা পরিষ্কার নিয়ে দুই কর্মচারীর মধ্যে ঝগড়া বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে মো. জুয়েল মিয়াকে চড় দেয় সাইফুল ইসলাম। সেসময় জুয়েলের ২ ছেলে তার সঙ্গে ছিল। বাবাকে অপমান করায় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইফুলের পেটে কাঁচি দিয়ে আঘাত করে। পরে দুই ভাই আলআমিন ও সাবু এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে।'
বিকেলে আহত অবস্থায় ৩ ভাইকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ২ ভাইয়ের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
Comments