বেনাপোলে ৩১ পাসপোর্টসহ আটক ৩

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে 'পাচারের' সময় ৩১টি বাংলাদেশি পাসপোর্টসহ তিন জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন (৩০), বাগআঁচড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আনিছুর রহমান (৪১) ও ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের ফাজের আলীর ছেলে আবু সায়েদ তুষার (৪০)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, 'বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুল সংখ্যক পাসপোর্ট ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। পরে শাওনের ব্যাগ থেকে সাতটি পাসপোর্ট, তুষারের ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট ও আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট জব্দ করা হয়।'

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে গত রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments