ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: বিএনপির ১৪ নেতা-কর্মীকে আত্মসমর্পণের আদেশ হাইকোর্টের

ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
supreme-court.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির এই নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। জামিন চেয়ে তাদের পক্ষ থেকে আজ তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতের আদেশের আগে আজ নিউ মার্কেট থানা যুব দলের সভাপতি আমির হোসেনসহ আসামিরা জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হন। অ্যাডভোকেট কায়সার কামাল ও মাকসুদ উল্লাহ আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন।

গত ১৯ এপ্রিল নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ নিয়ে মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। নাহিদ মিয়া ও মোরসালিন হত্যায় দুটি মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladeshi students likely to fly home from Kyrgyzstan on chartered flights

There have been no major attacks in hostels of international students since last night

27m ago