ভার্চুয়াল কারেন্সি দিয়ে অনলাইন জুয়া, ২ ‘মাস্টার এজেন্ট’ গ্রেপ্তার

অনলাইনে ভার্চুয়াল কারেন্সি কেনাবেচা করে জুয়া পরিচালনার অভিযোগে দুই 'মাস্টার এজেন্ট' সহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তরিকুল ইসলাম ওরফে বাবু (২৮), রানা হামিদ (২৬) ও মো. সুমন মিয়া (২৫)। পুলিশ বলেছে, এদের মধ্যে দুজন অনলাইন বেটিং সাইটের মাস্টার এজেন্ট। তারা দেশের বাইরে থাকা সুপার এজেন্টের থেকে ভার্চুয়াল কারেন্সি কিনে অন্যান্য এজেন্টের মাধ্যমে বিক্রি করছিল। ভার্চুয়াল কারেন্সি কেনাবেচা করে তারা দেশের বিভিন্ন জায়গায় জমি ও অন্যান্য সম্পদ গড়েছে।
গত শনিবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তিন দিনের রিমান্ডে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এসব তথ্য জানান।
তাদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি ব্যক্তিগত গাড়ি, নগদ ১১ লাখ টাকা, চারটি মোবাইল ফোন, সিমকার্ড, ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট জব্দ করে গোয়েন্দা পুলিশ।
ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা করে জুয়া
পুলিশ জানায়, এই জুয়াড়িরা মূলত মোবাইল ব্যাংকিং দিয়ে অবৈধ অর্থের লেনদেন করে। তারা www.mazapbu.com ও www.betbuzz365 live বেটিং ওয়েবসাইটের বাংলাদেশের মাস্টার এজেন্ট। তারা এই সাইটগুলোর বিদেশি সুপার এজেন্টের থেকে প্রতিটি পিবিইউ (নিজস্ব ভার্চুয়াল মুদ্রা) ৬০ টাকায় কিনে স্থানীয় এজেন্টকে ১০০ টাকায় বিক্রি করে। স্থানীয় এজেন্ট নিয়োগের জন্য তারা ৮-১০ লাখ টাকা আদায় করেন। স্থানীয় এজেন্টরা প্রতিটি পিবিইউ ১৫০ টাকায় বিক্রি করেন। এভাবে অর্থ দেশের বাইরে চলে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোতে ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়েছে।
Comments