মাদক মামলায় পরীমনির বিচার শুরু

porimoni.jpg
আদালতে পরীমনি। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন।

আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে পরীমনি এবং এই মামলার বাকি দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন নিজেদের নির্দোষ দাবি করেন। তারা ন্যায় বিচার দাবি করেন।

পরীমনি ও বাকি দুজন আইনজীবীর মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন। বিচারক তাদের আবেদন খারিজ করে দেন।

এর আগে পরীমনি আদালতে হাজির হয়ে বিচারিক আদালত থেকে জামিন নেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালত তাকে জামিন দিয়েছিলেন।

গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

এর আগে ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমনির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দীপুও জামিনে আছেন।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে 'মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়।

পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

Comments