মাদক মামলায় পরীমনির বিচার শুরু

porimoni.jpg
আদালতে পরীমনি। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনি এবং তার ২ সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার অভিযোগকারীর জবানবন্দির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগকারী র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন।

পরবর্তীতে দিপু ও কবিরের পক্ষের আইনজীবী বিভিন্ন বিষয়ে অভিযোগকারীকে জেরা করেন।

তবে, অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারার কারণ দেখিয়ে পরী নির পক্ষের আইনজীবী শুনানি স্থগিত চেয়ে আবেদন জমা দিয়েছেন।

আবেদনে আইনজীবী আরও উল্লেখ করেছেন, পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারিক আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট শুনানি শেষে এ বিষয়ে আদেশ দিতে আজকের দিন ধার্য করেছেন।

বিচারক পরীমনির অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন।

আসামিপক্ষ আংশিকভাবে সাক্ষীদের জেরা করেন এবং পরবর্তী তারিখে পুনরায় জেরা করার জন্য সময় চান।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন।

এর আগে গত ৫ জানুয়ারি পরীমনিসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

গত বছরের ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

গত বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা।

গত বছরের ৪ আগস্ট পরীমনি ও দিপুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সে সময় পরীমনির বাসা থেকে মদ ও মাদক উদ্ধার করা হয়।

পরদিন বনানী থানায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে একই মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের ৪ সপ্তাহ পর ১ সেপ্টেম্বর পরীমনিকে অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Commercial banks’ lending to govt jumps 60%

With the central bank halting direct financing by printing new notes, the government also has no option but to turn to commercial banks to meet its fiscal needs.

10h ago