অপরাধ ও বিচার

মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টা, যুবক আটক

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পারি দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পদ্মা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর টহল দলের সদস্যরা।
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পারি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়। ছবি: জাহিদ হাসান/ স্টার

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পারি দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পদ্মা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর টহল দলের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করা হয়।

পরে জাজিরা প্রান্তের পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃত খালেদের বাড়ি নড়াইলে। পদ্মা সেতুর উদ্বোধনী দিনে গত ২৬ জুন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হওয়ার পরদিন ভোর ৬টা থেকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের নির্দেশে পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতু পারের চেষ্টা করলে খালেদকে আজ আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পদ্মা সেতুর টোল না দিয়েই পদ্মা সেতুতে উঠে যান তিনি। অভিযুক্ত আমাদের হেফাজতে আছেন। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English
The death of two siblings in Dhaka

Are we aware of aluminium phosphide poisoning?

The fact that two children would have to die in the “safety” of their own home just because a pest control agency did not do its job properly is inconceivable.

2d ago