২৮ কোটি ৬১ লাখ টাকা পাচার মামলা

মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

court.jpg

২৮ কোটি ৬১ লাখ টাকা পাচার মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ভারপ্রাপ্ত) এম লোকমান হোসেন ভূঁইয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।

অপর আসামিরা হলেন- লোকমানের সহযোগী এনামুল হক আরমান, এ কে এম মমিনুল হক সাঈদ, আবুল কাশেম, তানভীর আহমেদ, মো. সালাউদ্দিন, আসাদ শাহ চৌধুরী, মো. আওলাদ হোসেন ও মো. জামাল উদ্দিন।

তাদের মধ্যে আরমান এখন কারাগারে এবং লোকমান, সালাউদ্দিন, আওলাদ ও জামাল জামিনে আছেন। সাঈদ, কাশেম, তানভীর ও আসাদ পলাতক।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম অভিযোগ পড়ে শোনানোর পর আরমান এবং জামিনে থাকা ৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন।

চার্জশিটে পলাতক দেখানোয় সাঈদসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিচারক মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

ক্যাসিনো ব্যবসার মাধ্যমে ৪ কোটি ৩৪ লাখ টাকা পাচারের অভিযোগে ২০১৯ সালের ১৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মো. রায়হানুল ইসলাম সৈকত বাদি হয়ে লোকমানসহ অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি করেছিলেন।

তদন্তে নেমে সিআইডি লোকমানসহ ৯ জনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ২৮ কোটি ৬১ লাখ টাকা পাচারে জড়িত থাকার প্রমাণ পায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ভারপ্রাপ্ত) এম লোকমান হোসেনকে রাজধানীর মনিপুরী পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

2h ago