যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
যশোর শহর থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের সার্কিটহাউজ পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ইয়াসিন আরাফাত (১৬), সোয়াইব ইসলাম (১৪), নাঈম হাওলাদার (১৯), বিপ্লব হোসেন (১৮), মিরাজ শেখ (১৮), সাজ্জাদ হোসেন তপু (১৭), রাসেল (১৯), ইমদাদুল শেখ (১৬) ও কামরুল হাসন (১৯)।
পুলিশ জানায়, তারা শহরের বিভিন্ন ছিনতাই ও সন্ত্রাসী কাজে জড়িত। তাদের কাছ থেকে ৯টি বার্মিজ চাকু উদ্ধার হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার দিকে যশোর সার্কিট হাউজ এলাকায় একটি নতুন ভবনের সামনে তারা জড়ো হয়েছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮জন পালিয়ে যায়। বাকিদের পিছু ধাওয়া করে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ৯টি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।'
আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য, তারা শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
Comments