যশোরে গণপিটুনিতে নিহত ১

যশোরের সদর উপজেলায় গণপিটুনিতে রবিউল ইসলাম (৪৪) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর চুড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। যশোরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি যশোর শহরের পালবাড়ি মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন।
তাজুল ইসলাম বলেন, রবিউল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। আজ সন্ধ্যায় চুড়ামনকাটি এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় বাসিন্দারা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন স্বপন জানান, রবিউলের শরীরে আঘাতের চিহ্ন আছে। তাকে বিকেল ৫টার দিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Comments