যশোরে ১২৪ স্বর্ণের বারসহ আটক ১

যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার রাতে ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ব্যক্তির নাম মো. শাহ আলম (৩৫)। তার বাড়ি ওই উপজেলার কাবিলপুর গ্রামে। আলমের বাবার নাম আব্দুর রহিম। আটকের পরে তিনি জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবির এই অভিযানে মিনহাজ ছিদ্দিকী নিজেই নেতৃত্ব দেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর বিওপি'র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৩৮/৪-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তা থেকে একজনকে আটক করা হয়। তার আচরণ ছিল সন্দেহজনক। পরবর্তীতে তাকে তল্লাশি করে ১২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
শাহ আলমের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মিনহাজ।
Comments