লক্ষ্মীপুরে ২ শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে ভাই-বোন। পরিবারের দাবি তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

লক্ষ্মীপুর সদর উপজেলায় ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে ভাই-বোন। পরিবারের দাবি তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতরা হচ্ছে- সামিয়া আক্তার (১০) ও তার ভাই তাজমুল হোসেনের (৭)।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে ২ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শনিবার রাতে উপজেলার চররমনী ইউনিয়নের মেঘনা নদীর জেগে উঠা চর মেঘার নব্যার চর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাদের কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।'

তিনি আরও বলেন, 'আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।'

নিহত শিশুদের বাবা সুজন ঢালী দাবি করেন পরিকল্পিতভাবে তার সন্তানদের হত্যা করা হয়েছে।

সুজন ঢালির অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব শত্রুতা, আদালতে মামলা এবং জমি নিয়ে বিরোধের জেরে আমার প্রতিপক্ষ আমার সন্তানদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যা মামলা করব।'

Comments