লখনৌয় ১ বাংলাদেশির ৫ বছরের জেল

ভারতের লখনৌয় এক বাংলাদেশিকে ৫ বছরের জেল ও ২০ হাজার রুপি জরিমানা দিয়েছেন সেখানকার সন্ত্রাসবিরোধী আদালত।
gavel
প্রতীকী ছবি

ভারতের লখনৌয় এক বাংলাদেশিকে ৫ বছরের জেল ও ২০ হাজার রুপি জরিমানা দিয়েছেন সেখানকার সন্ত্রাসবিরোধী আদালত।

আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন, গত বুধবার আদালত ময়মনসিংহের হোসেনপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহকে জেল ও জরিমানার এই আদেশ দেন।

আদালত বলেন, যদি আব্দুল্লাহর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকে তাহলে কারাবাসের পর তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

পাবলিক প্রসিকিউটর এম কে সিং গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২০১৭ সালের জুনে আব্দুল্লাহকে উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি বৈধ ভিসা ছাড়া অবস্থান করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছে ভুয়া ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও মোবাইল ফোনের সিম পাওয়া গিয়েছিল।

আব্দুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান পাবলিক প্রসিকিউটর।

গত ২০১৭ সালের ২০ জুলাই ভারতের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আদালতে আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Rain likely in Dhaka, four other divisions

Met office forecasts rain or thunder showers accompanied by temporary gusty or squally wind in parts of five divisions

31m ago