লালমনিরহাটে ভারতীয় নাগরিক আটক

আটক ভারতীয় নাগরিক আব্দুল কাদের ফকির। ছবি: সংগৃহীত

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

গতকাল রোববার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ভারতীয় নাগরিক আব্দুল কাদের ফকির (৫০) ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ফকিরগঞ্জ থানার বিচিংচর গ্রামের আলী কদম ফকিরে ছেলে।

গত কয়েকদিন ধরে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে শহরের মিশন মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের জানান, তিনি ২ মাস আগে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। রংপুরে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

মিশন মোড় এলাকার নওশেদ আলী দ্য ডেইলি স্টারকে জানান, তারা কয়েকদিন ধরে আব্দুল কাদেরকে মিশন মোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। মাঝে মাঝে হাত পেতে মানুষের কাছে সাহায্য চাইতেন। তবে তার চলাফেরা সন্দেহজনক ছিল। স্থানীয়রা তাকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তিনি ভারতীয় নাগরিক। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ডেইলি স্টারকে বলেন, 'আটক ভারতীয় নাগরিকের দেওয়া তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি কী কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।'

আব্দুল কাদের কোনো মামলার ফেরারি আসামি কিনা সে বিষয়ে খোঁজখবর নিতে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago