শরীয়তপুরে জাল টাকাসহ যুবক আটক

শরীয়তপুরের সদর উপজেলায় জাল টাকা লেনদেনের সময় মুন্না সরদার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাতে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম আতিক উল্লাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুন্না সরদার (৩২) নামে ওই যুবককে আজ দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা জজ কোর্টের পাশের এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের প্রিয় কাঠি গ্রামে। মুন্নার বাবার নাম ছাত্তার মাদবর।
আতিক উল্লাহ আরও বলেন, দুপুরে মুন্না জজ কোর্টের পাশের একটি দোকান থেকে কিছু পণ্য কিনে দোকানির হাতে ১ হাজার টাকার নোট দেন। দোকানির সন্দেহ হলে আসল টাকা কি না তা শনাক্ত করতে তিনি একজন ক্রেতার মতামত নেন। টাকাটি জাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে মুন্না সেটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পরে ব্যবসায়ীরা তাকে আটক করে থানায় পালং থানায় সোপর্দ করে।
মুন্নার কাছ থেকে ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই প্রতারক চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা হবে— বলেন আতিক উল্লাহ।
Comments