শিশুটি কাঁদছে মায়ের জন্যে

সদ্য জন্ম দিয়ে হাসপাতালের বিছানায় শিশুটিকে ফেলে পালিয়েছেন মা। এরপর থেকে শিশুটি কাঁদছে মায়ের জন্যে।
গতকাল বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ভোররাত ১২টা ৫১ মিনিটে যশোর শহরের স্টেডিয়াম পাড়ার শাহিনের স্ত্রী নিঝুম খাতুনকে সন্তান প্রসবের জন্যে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দুপুর ১টার দিকে ওই নারী সিজারের মাধ্যমে জন্ম দেন ছেলে শিশু। পরে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি।
পুলিশের সহযোগিতায় শিশুটিকে তার নানা-নানি ও বাবার কাছে দেওয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আরিফ আহম্মেদ ডেইলি স্টারকে বলেন, 'শিশুটিকে তার নানা শাহ আলম, নানি আসমা খাতুন ও বাবা শাহিনের কাছে হস্তান্তর করা হয়েছে।'
শিশুটির নানা শাহ আলম ডেইলি স্টারকে বলেন, 'মেয়ে সন্তান প্রসবের জন্যে মাগুরায় এসেছিল।'
Comments