শেওড়াপাড়ায় ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ডিভিশন উপকমিশনার মাহতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আহমেদ বুলবুল ডেন্টিস্ট ছিলেন এবং দুর্বৃত্তরা ছিনতাইকারী ছিল বলে পুলিশ মনে করছে।
পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, ভোর ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে ডা. বুলবুল গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, 'আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করছি।'
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, তারা এ ঘটনাকে ছিনতাইকারীর কাজ বলে সন্দেহ করছেন।
'তবে হত্যাকারীরা তার কাছ থেকে টাকা নিতে পারেনি বলে জানতে পেরেছি,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'হত্যার পেছনে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।'
নিহত চিকিৎসকের স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে নোয়াখালীর উদ্দেশে বাসা থেকে বের হন বুলবুল। পরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
Comments