শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক তরুণের (২৮) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক।
তিনি জানান, আজ সকালে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তরুণ ওই শিশুকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাড়ি ফেরার পর শিশুটি পরিবারকে ঘটনাটি জানায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তরুণ পলাতক রয়েছে।
Comments