সিরাজগঞ্জে ২ দোকান থেকে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলংগা বাজারের ২টি দোকানের গুদামে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার অবৈধভাবে মজুদ করা সয়াবিন তেল ও পামওয়েল জব্দ করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা বাজারে ক্রেতা সেজে তেল কিনতে যান ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। 

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্রেতা সেজে বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারের গোডাউনে গিয়ে ২০ হাজার লিটার মজুদ তেল এবং দুলাল স্টোরে ১৭ হাজার লিটার মজুদ তেল দেখতে পাই।' 

সামরিক বাহিনীর পেছনে বাজেট বরাদ্দ বাড়াতে চাপের মুখে আছে জার্মানির সরকার। ছবি: রয়টার্স

তেল মজুদের বিষয়ে জানতে চাইলে রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারের মালিক পরিতোষ ঘোষ মজুদ করা তেলের কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া তিনি তেল মজুদের বিষয়টি আস্বীকার করেন। অবৈধভাবে তেল মজুদের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মাহমুদ হাসান রনি।

তিনি জানান, দুলাল স্টোর তেল কেনার কাগজপত্র দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির অঙ্গীকার করায় তাকে জরিমানা করা হয়নি।

জব্দ করা তেল খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি। 

চলমান তেলের সংকট দূর করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং করছে বলে জানিয়ে সহকারী পরিচালক বলেন, 'অবৈধ মজুদের খবর পেলেই সেখানে অভিযান চালানো হচ্ছে।'

Comments