সুপ্রিম কোর্টে তথ্যকেন্দ্র চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

জনগণ ও গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য তথ্যকেন্দ্র তৈরি এবং তথ্য কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটটি করেন। 

এ বিষয়ে শিশির মনির বলেন, ২০০৯ সালের তথ্য অধিকার আইনে সব ধরনের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্যকেন্দ্র গঠন ও একজন তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।  

তিনি রিট আবেদনে বলেছেন, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এখানে কোনো তথ্যকেন্দ্র বা তথ্য কর্মকর্তা নেই।

শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা না করা এবং সুপ্রিম কোর্টে তথ্য কর্মকর্তা নিয়োগ না দেওয়া তথ্য অধিকার আইন এবং সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। যেখানে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে।'

তিনি বলেন, 'আমি প্রায় ৬ মাস আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে মৃত্যুদণ্ডের বিষয়ে কিছু তথ্য চেয়েছিলাম। কিন্তু, অফিসটি এখনো আমাকে এমন কোনো তথ্য দেয়নি। যে কারণে আমি প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদন জমা দিয়েছি।' 

শিশির মনির আরও জানান, আগামী সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago