হাতি হত্যার দায়ে কারাগারে ১

হাতি হত্যা মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম কামরুন নাহার বৃহস্পতিবার এ আদেশ দেন।
অভিযুক্ত নেছার উদ্দিন (৪০) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ৬ নভেম্বর সোনাকানিয়া এলাকায় নেছার উদ্দিনসহ ২ জন একটি হাতিকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করে।
ঘটনার পর বন বিভাগ তাদের বিরুদ্ধে মামলা করে।
Comments