২৬ দিন পর পরীমনির জামিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের ২৬ দিন পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কেএম এমরুল কায়েসের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন বহাল থাকবে।
এর আগে, গত ৪ আগস্ট নিজ বাসা থেকে মদ-মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করার পর গ্রেপ্তার দেখায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ২৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।
Comments