২ মামলায় মডেল পিয়াসার জামিন

রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের হওয়া পৃথক দুই মাদক মামলায় জামিন পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।
gavel-1.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের হওয়া পৃথক দুই মাদক মামলায় জামিন পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

আজ বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত পিয়াসাকে দুই মামলায় জামিনের আদেশ দেন।

তবে, গুলশান থানায় দায়ের হওয়া আরও একটি মাদক মামলায় জামিনের আবেদন করা হলে আদালত সেটা নামঞ্জুর করেন। 

ফলে দুই মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না পিয়াসা।

গত ১ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৭৮০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ পিয়াসাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

পরে ভাটারা ও খিলক্ষেত থানায় তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা দায়ের করা হয়।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

30m ago