৭ মাস কারাভোগের পর মুক্তি পেলেন ভারতের ১৩ জেলে

বাংলাদেশের জলসীমায় গ্রেপ্তার ভারতের ১৩ জেলে মুক্তি পেয়েছেন। ছবি: সংগৃহীত

অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া ১৩ জন ভারতীয় জেলে প্রায় সাত মাস কারাভোগের পর মুক্তি পেয়েছে। তাদেরকে আজ শনিবার দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ কুমারের জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৭), স্বর্ণ কুমার খারা (২২), সুবোধ জানা (৬৯), কমলা কান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩) মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুস আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৭)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই জেলেদের সবার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলায়।

তিনি বলেন, ২০২১ সালের ৮ আগস্ট বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ১৩ জন ভারতীয় জেলেসহ এফবি স্বর্ণতারা নামে একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। ওই দিনই মামলা করে বাগেরহাটে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। ছয় মাস চব্বিশ দিনের কারাভোগের পর আজ তারা মুক্তি পেয়েছেন।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

2h ago