অবশেষে ‘ভুল বোঝাবুঝি’র অবসান

বরিশালের বিভাগীয় কমিশনারের বাসভবনে সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের সঙ্গে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমঝোতা হয়। ছবি: স্টার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের সঙ্গে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমঝোতা হয়েছে।

গতকাল রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে এক বৈঠকে এই সমঝোতা হয়।

বিসিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার ভুল বুঝাবুঝির কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তা অবসানে আজ রাতে (রোববার) বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক হয়েছে।'

এতে আরও বলা হয়, 'বৈঠকে অতীতের সব ভুল বুঝাবুঝি ভুলে নান্দনিক বরিশাল গড়ার লক্ষ্যে নগর প্রশাসন ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।'

বৈঠকে উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলা প্রত্যাহারসহ সব সমস্যা সমাধানে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে, মামলা প্রত্যাহারের চূড়ান্ত বিষয়টি পরে জানানো হবে।'

বিসিসি জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস ডেইলি স্টারকে জানান, বৈঠকে মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সমঝোতা বৈঠকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও প্রশাসনের পক্ষে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, ডিআইজি এসএম আক্তারুজ্জআমান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন খান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago