অবৈধভাবে দেশে প্রবেশকালে গ্রেপ্তার ১২

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ শিশুসহ ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তাদের গ্রেপ্তার করা হয়ে। সন্ধ্যায় কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, এসব বাংলাদেশিরা ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ শেষে দালালের মাধ্যমে কাশিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের গ্রেপ্তার করে। সকালে বিজিবি বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ১২ বাংলাদেশির মধ্যে সাতজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। সাত বাংলাদেশিকে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে, ভারতফেরত পাঁচ শিশুকে প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments