অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

সারাদেশে চলমান অবৈধ তিন-চাকার ইজিবাইক চিহ্নিত করে সেগুলো অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত দ্য ডেইলি স্টারকে জানান, আদালত একটি রুল জারি করেছেন। রুলে ইজিবাইক আমদানি এবং দেশে উৎপাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

শিল্প মন্ত্রণালয়ের সচিব; সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শককে এই রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বাঘা অটোমোবাইলস লিমিটেডের সভাপতি কাজী জাশিমুল ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

রিট আবেদনের উদ্ধৃতি দিয়ে আবেদনকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দেওয়া কোনো নিরীক্ষা প্রতিবেদন নেই বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য লেড-এসিড ব্যাটারিচালিত ইজিবাইকের। এছাড়া, বিআইডিএ থেকে তাদের কোনো নিবন্ধন নেই এবং এগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক থেকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

20m ago