অশালীন ছবি, ভিডিও সরাতে পরীমনিকে আইনি নোটিশ

সামাজিক মাধ্যম থেকে ৩০ দিনের মধ্যে অশালীন ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দিয়েছেন দুজন আইনজীবী।
খন্দকার হাসান শাহরিয়ার ও ইসমাতুল্লাহ লাকী তালুকদার রেজিস্ট্রি ডাকযোগে আজ সোমবার এফডিসির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ঠিকানায় পরীমনি বরাবর আইনি নোটিশ পাঠান।
ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার পাশাপাশি তাকে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, ফিল্ম, ভিডিও যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—তা করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, আইনি নোটিশ পাঠানোর কথা গণমাধ্যমে দেখেছি। তবে আমি অফিশিয়ালি কোনো নোটিশ এখনো হাতে পাইনি। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না।
Comments