অ্যাপে জানা যাবে পুলিশের অবস্থান

দেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলায় অ্যাপ ব্যবহার করে পুলিশের সব ইউনিটে কর্মরত সদস্যদের অবস্থান নির্ণয় ও তাদের কার্যক্রম নজরদারি করা হচ্ছে। এমনকি এই অ্যাপ ব্যবহার করে কর্মস্থলে দৈনিক হাজিরাও দিচ্ছেন জেলার পুলিশ সদস্যরা।
পরীক্ষামূলকভাবে গত ছয় মাস ধরে সিডিএমএস++ (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) অ্যাপটি ব্যবহার করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
আজ সোমবার দুপরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তথ্য প্রযুক্তির সহায়তায় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সুপার বলেন, 'গত ছয় মাস থেকে দেশে প্রথম ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১৫০০ পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা দৈনিক হাজিরা দিচ্ছেন অ্যাপের মাধ্যমে। যা সম্পন্ন করতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। এখন কোনো সদস্যকে কষ্ট করে উপস্থিত হয়ে হাজিরা দিতে হয় না।'
এই অ্যাপের কার্যক্রম চালুর পর থেকে কোনো পুলিশ সদস্যের অবস্থান জানতে হিসাব-নিকাশের দরকার হয় না।
পুলিশ সুপার আরও বলেন, 'টহলরত পুলিশ কখন কোন অবস্থানে আছেন তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ণয় করা যাচ্ছে বলে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়েছে। এছাড়া, পুলিশ কন্ট্রোল রুম থেকে জেলার সব থানার সামগ্রিক কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি করা যায় বলে স্বচ্ছতাও নিশ্চিত করা যাবে।'
পুলিশ সুপার মনে করেন, সিডিএমএস++ অ্যাপটি ব্যবহারের কারণে জেলা পুলিশের কর্মকাণ্ড সহজ হয়ে উঠেছে। এটি চালু হওয়ায় এখন থেকে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সহজে সেবা দেওয়া সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই অ্যাপ ব্যবহার করে থানার অফিসাররা ডিউটি বণ্টন করতে পারছেন। ডিজিটাল সেবার মধ্যে আরও আছে- জিডি অটোমেশন লস্ট এন্ড ফাউন্ড অ্যাপ, সিডিএমএস এর মাধ্যমে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া।
তিনি জানান, লস্ট এন্ড ফাউন্ড অ্যাপের মাধ্যমে জেলার সব থানায় জিডি অটোমেশন করা হচ্ছে। এছাড়াও মামলা সংক্রান্ত যে কোনো তথ্য দ্রুত ও সহজভাবে পাওয়ার পাশাপাশি মামলার সংখ্যা নিয়েও সহজে তথ্য পাওয়া যায়।
এখন পর্যন্ত সিডিএমএস++ অ্যাপের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ১৯২১টি মামলা দায়ের হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ১৮৯৫টি বলে জানান পুলিশ সুপার।
Comments