‘আমাদেরকে বাঁচান প্লিজ’ ইউক্রেন বন্দর থেকে বাংলাদেশি নাবিকের আকুতি

ইউক্রেনের একটি বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি' ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয় গতকাল বুধবার। এ হামলায় একজন বাংলাদেশি নাবিকের মৃত্যু হয়েছে।
হামলা শুরুর পর জাহাজের ক্রুরা সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, জাহাজের একজন ক্রু সদস্য ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি সাহায্য চেয়ে বলছেন, কয়েক মিনিট আগে আমাদের জাহাজে বোমাবর্ষণ হয়েছে। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার ইতোমধ্যে মারা গেছেন।
তিনি আরও বলেন, 'আমরা সবাই খুব বিপদে আছি। আমাদেরকে প্লিজ সবাই উদ্ধার করুন এখান থেকে। আমাদেরকে বাঁচান প্লিজ।'
অপর একটি ভিডিওতে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারকেও সাহায্য চাইতে দেখা যায়। তবে তাৎক্ষনিকভাবে সেকেন্ড ইঞ্জিনিয়ারের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, আমরা এখন জরুরি বিদ্যুৎ সরবরাহে চলছি। আমরা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। কিন্তু এখনো আমাদেরকে উদ্ধার করা হয়নি। আমরা সবাই এখানে আছি। আমাদেরকে বাঁচান। আমরা এখনো কোনো সাহায্য পাইনি।
বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান গতকালের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
এই জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন।
বাংলার সমৃদ্ধির ২৯ জন ক্রু সদস্যের সবাই বাংলাদেশি নাগরিক। গত ২৩ ফেব্রুয়ারি জাহাজটি বল ক্লে নামক দুর্লভ খনিজ উপকরণ উত্তোলনের জন্য ইউক্রেনের বন্দর ওলভিয়াতে নোঙ্গর করে।
তবে, প্রয়োজনীয় ছাড় পেতে দেরি হওয়ায় জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারেনি। ইতোমধ্যে রুশ হামলা শুরু হওয়াতে বন্দরটির কার্যক্রম স্থগিত হয় এবং জাহাজটি কার্যত বন্দরে আটকা পড়ে যায়।
Comments