‘আমাদের জলাবদ্ধতা থেকে বাঁচান’

'পানি সরাও-মানুষ বাঁচাও' স্লোগানে ভবদহের প্রায় ১ হাজার জলাবদ্ধ মানুষ আজ রোববার যশোরের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন।
তারা এ সময় ভবদহে জলাবদ্ধতার সমস্যা সমাধানে যশোর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
যশোরের ৩ উপজেলা ও খুলনার ২ উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে যশোরের মণিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা শ্যামলী মণ্ডল বলেন, 'কয়েক বছর ধরে আমাদের ঘরবাড়ি হাঁটু পানি বা কোমর পানিতে তলিয়ে যাওয়ায় আমরা ডিসি অফিস ঘেরাও করতে এসেছি। বর্ষাকালে পানি বাড়ে এবং শীতকালে কমে যায়। তবে আমাদের ঘরবাড়ি কখনোই পুরোপুরি শুকায় না। দয়া করে আমাদের জলাবদ্ধতা থেকে বাঁচান।'
মণিরামপুরের পদ্মনাথপুরের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, 'আমাদের অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সঠিক সমাধান না পাওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।'
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, 'ভবদহ অঞ্চলের প্রায় ১২০টি গ্রাম এখনও পানির নিচে। কর্তৃপক্ষ তাদের দুর্দশার দিকে মনোযোগ দিচ্ছে না।'
৬ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান জাহিদ।
৬ দফা দাবির মধ্যে ক্র্যাশ প্রোগ্রামের অধীনে মাঘী পূর্ণিমার আগেই জোয়ারাধার চালু, প্রস্তাবিত ওয়াটার পাম্পিং প্রকল্প বাতিল, আমডাঙ্গা খাল খনন ইত্যাদি আছে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে কমিউনিস্ট পার্টি যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সেক্রেটারি জিল্লুর রহমান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওলী প্রমুখ বক্তব্য দেন।
Comments