আশুরায় বন্ধ থাকবে তাজিয়া মিছিল, শোভাযাত্রা

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
তবে, আশুরা উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত ৯ আগস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল যে আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আশুরা পালিত হবে।
Comments