ইমেরিটাস অধ্যাপক হলেন ডা. এ বি এম আব্দুল্লাহ

একুশে পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ইমেরিটাস অধ্যাপক হয়েছেন।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেট সভায় তাকে ইমেরিটাস অধ্যাপক মনোনীত করা হয়। পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিএসএমএমইউর ইতিহাসে তিনি সর্বপ্রথম এই সম্মাননা পেলেন।
অধ্যাপনা পেশার উচ্চ মর্যাদাসম্পন্ন পদবি ইমিরেটাস অধ্যাপক। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত অধ্যাপকের জীবদ্দশায় এ সম্মানজনক পদবি দেওয়া হয়।
ডা. এ বি এম আব্দুল্লাহ সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক হিসেবে দায়িত্ব শেষ করেছেন। এর আগে তিনি বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেডিসিন অনুষদের ৩ বার ডিন নির্বাচিত হয়েছিলেন।
Comments