ব্রাহ্মণবাড়িয়া

এক কুকুরের কামড়ে ১৬০ জন আহত

কুকুরের কামড়ে আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি কুকুরের কামড়ে অন্তত ১৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

আহতদের মধ্যে ১০১ জন আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) সোহরাব আল হোসাইন কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার দুপুর ১টার পর থেকে ঘণ্টাখানেকের মধ্যে পৌর এলাকার নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়া মহল্লায় কুকুরটি মানুষকে কামড়েছে। আহতের মধ্যে নারী ও শিশু আছে।

পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান তিনি।

কুকুরের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ ৬৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে ভয়ের কিছু নেই।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago