‘ওরে আমার বাবা, আইলো না’ বিমানবন্দরে হাদিসুরের বাবা

'ওরে আমার বাবা, আইলো না।'
আজ বুধবার দুপুরে এমভি বাংলার সমৃদ্ধির ২৮ জন ক্রুয়ের সঙ্গে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় তার বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বিলাপ করছিলেন।
আব্দুর রাজ্জাক হাওলাদার, তার স্ত্রী আমেনা বেগম এবং অন্যান্য স্বজনরা হাদিসুরের সর্বশেষ খবর এবং মরদেহের তথ্য পেতে বিমানবন্দরে ভিড় করেন।
আব্দুর রাজ্জাক হাওলাদার কান্নায় ভেঙে পড়েন। হাতে থাকা ছবি দেখিয়ে তিনি বলেন, 'এটা আমার ছেলে।'
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর।
জাহাজের ২৮ জন ক্রু আজ দুপুরে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছেন। হাদিসুরের মরদেহ এখনও ইউক্রেনে রয়েছে এবং তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২৮ ক্রু ফিরে আসায় তাদের স্বজনরা যেখানে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, ঠিক সেখানেই হাদিসুরের পরিবারের শোকে ভারি হয়ে উঠেছে বিমানবন্দরের আকাশ।
হাদিসুরের মা আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, 'আমি আমার বাবাকে (ছেলে) ফেরত চাই। সবাই ফিরে এসেছে কিন্তু আমার ছেলে আসেনি... আমি আমার ছেলেকে এখনো দেখিনি।'
Comments