কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বিজিবি-মাদক চোরা কারবারি মধ্যে 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছেন।
আজ রোববার ভোর চারটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বনবিভাগের নেচারপার্ক এলাকায় ও উখিয়া উপজেলার রেজু আমতলী সীমান্তবর্তী এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফে-২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।'
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, 'উখিয়া উপজেলার রেজু আমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা আছে। শাহাজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments