কমলাপুর রেলওয়ে স্টেশন: চেয়ারে তোয়ালে আছে, ম্যানেজার নেই
কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন ও টিকিট সম্পর্কিত তথ্য দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। সাংবাদিক ও যাত্রীরা বিভিন্ন তথ্যের জন্য স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে তাকে পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার প্রতিদিন সকাল ১০-১১টার দিকে একবার সাংবাদিকদের ব্রিফিং করেন। পরবর্তীতে আর তাকে পাওয়া যায় না।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এই প্রতিনিধি মাসুদ সারওয়ারের রুমে গিয়ে তাকে পাননি। পরবর্তীতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ট্রেন ও টিকিট সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য সাংবাদিকরা তার রুমে অপেক্ষা করেন। এই সময়ে তিনি রুমে আসেননি। তার রুমের পাশে স্টেশনে মাস্টারের রুমে গিয়েও এ সময় কাউকে পাওয়া যায়নি।
স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের ব্যবহৃত সরকারি নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এর আগে গত শনিবার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানিয়েছিলেন তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে গেছে।
আজ দুপুর ২টার দিকে ট্রেন সম্পর্কিত তথ্য জানার জন্য স্টেশন মাস্টারের রুমে যান বেলাল হোসেন নামের এক যাত্রী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট প্রয়োজন। টিকিট আছে কি না বা ট্রেনে অতিরিক্ত কোনো বগি লাগানো হবে কি না এসব তথ্য জানার জন্য আসছিলাম। কিন্তু, কয়েকবার এসে ফিরে গেছি। তথ্যের জন্য কাউকে পাইনি।'
এ বিষয়ে কথা বলার জন্য রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ঢাকা) শফিকুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বিষয় উল্লেখ করে তার ব্যবহৃত নম্বরে এসএমএস পাঠানো হলে তার কোনো উত্তর পাওয়া যায়নি।
Comments