করোনায় মারা গেছেন বিচারপতি নাজমুল আহাসান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সম্প্রতিকালে আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান।
আজ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ৯ জানুয়ারি বিচারপতি নাজমুল আহাসানসহ হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাকি ৩ জন শপথ নিলেও উনি অসুস্থতার কারণে তখন শপথ নিতে পারেননি। সুস্থ হওয়ার পর শপথ নেওয়ার কথা ছিল।শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নামাজে জানাজা আজ সকাল ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবন সংলগ্ন প্রাঙ্গণে (কার পার্কিং) অনুষ্ঠিত হবে।
Comments