কলারোয়ায় বাগানে করোনা রোগীর ঝুলন্ত মরদেহ

সাতক্ষীরার কলারোয়ায় করোনা আক্রান্ত একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাতক্ষীরার কলারোয়ায় করোনা আক্রান্ত একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতের নাম শেখ আজগর আলী (৫৫)। তিনি কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের বাসিন্দা।

মৃতের ছেলে শেখ মামুন আসলাম জানান, ১৩ দিন আগে তার বাবার করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু একাধিক কারণে এসময় তার মেজাজ খিটখিটে হয়ে ছিল। একা থাকার কারণে তিনি কিছুটা ক্ষুব্ধ ছিলেন।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তার বাবা বাইরে যান। বাড়িতে ফিরতে দেরি করায় তারা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেন। ফজরের নামাজের পর কয়েকজন তার বাবাকে বাড়ির পাশের বাগানের একটি আম গাছে ঝুলতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হলে কলারোয়া থানার পুলিশ এসে মরদেহ গাছ থেকে নামায়।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, স্থানীয় চৌকিদারের ফোন পেয়ে মরদেহ উদ্ধার করতে যায় পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই সন্দেহ করা হচ্ছে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত না করে বলা যাবে না।

 

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

21m ago