কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

কাওসার আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তার সন্তান আহমেদ শাফি চৌধুরী প্রতীক।

তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় ধানমন্ডির ১২/এ'র তাকওয়া মসজিদে নামাজে জানাযা শেষে আযিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

কাওসার আহমেদ চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গান হলো- আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১ ও ২ এবং এলআরবি'র  রুপালী গিটার ফেলে।

Comments