কুমিল্লায় আফজল খানের স্মরণে নাগরিক শোকসভা

কুমিল্লায় সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ আফজল খানের স্মরণে নাগরিক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা, শিরিন আক্তার, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
এ ছাড়াও, এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
গত ১৬ নভেম্বর দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফজল খান মারা যান।
তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে আফজল খান ৬৯ এর গণ আন্দোলন ও ৭১ এ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং এবং আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সময়কালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন।
Comments