কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া আবাসন প্রকল্প-২ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতরা হলেন- জামাল শেখের ছেলে আইসক্রিম বিক্রেতা সুমন শেখ (২৫) এবং তার স্ত্রী সোনিয়া খাতুন (২০)। তাদের ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।
সুমন শেখের বাবা জামাল শেখের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল শনিবার রাতে রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে যান সুমন ও সোনিয়া। রাত পৌনে ৪টার দিকে তাদের শিশু সন্তানের কান্না শুনতে পান বাবা জামাল শেখ। এ সময় তিনি তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করেন।
পরে সাড়া না পেয়ে জানালা ভেঙে ফেলে তিনি দেখেন, সুমন রশির সঙ্গে ঘরের আড়ায় ঝুলছেন আর সোনিয়া বিছানায় পড়ে আছেন। সোনিয়ার বাম হাতে বিদ্যুতের সংযোগের তার ছিল।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, 'ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।'
Comments