কুষ্টিয়ায় আমনে পোকা, দুশ্চিন্তায় কৃষক

কুষ্টিয়ায় এবার আমনের ভালো ফলন আশা করা হলেও হঠাৎ পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ৮৮ হাজার ৮৮৫ হেক্টর জমিতে ২ জাতের আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ছিল উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৭৯ হাজার ৪০০ হেক্টর, ৮ হাজার ৩৩৫ হেক্টর হাইব্রিড ও ১ হাজার ১৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের রোপা আমন। এর বিপরীতে জেলায় আবাদ হয়েছে ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমি।
ইতোমধ্যে ধানে কোথাও থোড়, কোথাও কোথাও শীষ বের হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হওয়ায় উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ দিকে, দুশ্চিন্তা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তারা প্রায় সপ্তাহখানেক ধরে ধানে পোকার আক্রমণ লক্ষ্য করছেন। শীষ সাদা হয়ে ধান চিটায় পরিণত হচ্ছে। এ উপদ্রব ভয় ধরিয়ে দিয়েছে চাষিদের।
জেলার কুমারখালী, মিরপুর ও দৌলতপুর উপজেলার কৃষকরা এ সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি।
মিরপুরের হারুনুর রশিদ আসকারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাঠের অন্য কৃষকদের তুলনায় আমার জমির ধানে আক্রমণের মাত্রা বেশি মনে হচ্ছে। ১৬ কাঠা জমির প্রায় ১২/১৪ শতাংশ ধানের অগ্রভাগ সাদা হয়ে গেছে। এই শীষে ধান হবে না।'
কুমারখালীর যদুবায়রা গ্রামের কৃষক আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, 'আমার জমিতেও একই সমস্যা দেখা দিয়েছে। ফলন নিয়ে শঙ্কায় আছি।'
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ ডেইলি স্টারকে বলেন, 'এ বছর খরিপ-২'র রোপা আমনে পোকার আক্রমণ হচ্ছে। জলবায়ুর কারণে এ সময় বাতাসে তাপমাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে।'
তিনি জানান সার্বক্ষণিক চেষ্টার ফলে পোকার আক্রমণ বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পোকায় ক্ষতির পরিমাণ কম হবে বলে আশা করছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, 'কৃষকদের পোকা চেনার উপায়, তা নিধনে কার্যকর পদ্ধতি, বেশি মাত্রায় কীটনাশক ব্যবহার না করা, আধুনিক চাষাবাদ ও জৈব পদ্ধতি অবলম্বনে উৎসাহী করা হচ্ছে।'
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ ডেইলি স্টারকে বলেন, 'এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে রোপা আমনের আবাদ বেশি হয়েছে। একই সঙ্গে ধানের উৎপাদনও বেশি হবে।'
পোকার আক্রমণের বিষয়ে তিনি বলেন, 'বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। উৎপাদন বেশি হওয়ার প্রত্যাশা যেহেতু করা হচ্ছে সেহেতু পোকার আক্রমণ খুব বেশি ক্ষতি করতে পারবে না।'
Comments